× Warning! Check your Cooke | Total Visitor : 86818

রাজশাহী

Published :
06-11-2023
06:04:49pm

Total Reader: 82



আটক যুবকের বাড়িটি যেন অস্ত্রাগার!


রাজশাহী অফিস : রাজশাহীতে গভীর রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আটককৃত ওই যুবকের নাম মো. নাহিন সুলতান সুপ্ত (২৩)। তিনি নগরীর মতিহার থানাধীন ধরমপুর পূর্বপাড়া এলাকার মো. সালাহ উদ্দিনের ছেলে। এসময় তার বাড়ি থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ৪ টি চাইনিজ কুড়াল, ৫টি বড় বড় ধারালো ছুরি উদ্ধার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‌্যাব-৫ রাজশাহী।

এলাকাবাসী জানায়, রাজশাহী জুড়ে কিশোর গ্যাংয়ের উৎপাত বৃদ্ধি পেয়েছে। নগরীর কিশোর ও যুবকরা নানা ধরণের অপরাধে জড়িয়ে পড়ছে। তাদেরকে ব্যবহার করছে এলাকার বড়ভাইয়েরা। তারা এইসহ যুবকদের বাড়িতে অস্ত্র মজুদ করে রাখছে। সুপ্তর বাড়ি থেকে র‌্যাব যখন অভিযান শেষে বের হয় দেখে মনে হচ্ছিল, বাড়িটি যেন অস্ত্রাগার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে নগরীর বিদোনপুর এলাকায় এক যুবক তার বাড়িতে মাদক সংগ্রহ করে রেখেছে। রবিবার দিবাগত রাত সোয়া ২ টার দিকে র‌্যাবের টিম ওই বাড়িতে পৌছে বাড়িটি ঘেরাও করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই জন ব্যক্তি বাড়ির ভিতরের গেট খুলে পালানোর চেষ্টা কারলে ঘটনাস্থল হতে সুপ্তকে আটক করা হয়। এসময় অপর এক জন অজ্ঞাতনামা ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়। সুপ্তর বিরুদ্ধে রাজশাহী নগরীর মতিহার থানায় বাদি হয়ে র‌্যাব অস্ত্র আইনে মামলার করেছে।#

এসংক্রান্ত আরো সংবাদ : অপরাধ




একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।

সম্পাদক : রাজু আহমেদ

বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
newsdailyrajshahi@gmail.com
call@ 01750142903